মনটা যে কি জিনিস তা হয়তো মনই জানে না
যদি হয় উনমত্ তাহলে ঝড়-তুফান মানে না।
মন হাসে অট্টহাসি, গোপন খবর রাখে না
সামনে থাকলেও দুঃখ ডালি সে ছবি আঁকে না।
মন বড়ই স্বার্থপর শুধু স্বপ্নে থাকে মগ্ন
দুঃখের আগাম ছবি আঁকতে ব্যয় করে না লগ্ন।
মন কি রে তুই শরৎকালের ঝলমলে নীল আকাশ!
একটুখানি রোদ্র দিয়ে মেঘলা চোখে তাকাস!
মন যে তুই উড়ু উড়ু সাদা মেঘের ভেলায়
কখনও প্রত্যয়ী? কখনও ছুটিস হেলায়!
তুই পাথর নাকি রঙিন ফুল বলবি একটু মোরে
মনের কথা বুঝলে মন আহ হাসিস স্নিগ্ধ করে!
মনের ছবি ফুটে ওঠে মুখ নামক মন্দিরে
মন কি তুই কারো কাছে থাকিস কভু বন্দি রে!
রচনা : ১০.০৯.২০১৪ খ্রিঃ