প্রিয় কোনো বস্তু চুরি হলে
হারিয়ে গেলে, মারা গেলে
বা তাগিদে বিক্রয় করলে
মমতার ছায়া যায় ফেলে!

তা চুরি হোক, মারা যাক
বা যতদিন আগে হারাক!
বিলীন হলেও তার অস্তিত্ব
মমত্ববোধ ধরে রাখে চিত্ত।

কোন কারণে বিক্রি করলে,
তার মালিকানা যায় বদলে।
কিন্তু মমত্ববোধ হৃদয় থেকে
মুছে? নাকী ছাপ যায় রেখে?

২৫/০১/২০১৯ খ্রিঃ