যখন তোমার কোলে শুতাম
বয়স আঠারো-কুড়ি,
আজকে জোয়ান ছেলে; তুমি
আঠারো মাসের বুড়ি।
পরম আদরে আগলে রাখতে
তোমার কলিজার ধন!
মনে পড়ে আজ সে সব কথা
বুঝতাম না তখন।
বুকের ধনের যত্ন নেওয়া
তোমার প্রিয় তালিকা
তাকে ঘিরে স্বপ্ন দেখতে
গাঁয়ের বধু বালিকা।
আজ জোয়ান ছেলের চুল ধরে
টানো তোমার কোলে
মাথার চেয়ে কোলটি ছোট্ট
ডাকো আধো বোলে।
শৈশবে যা দিয়েছিলে
সেটা ছিল দায়িত্ব
আজও তোমার ছায়া দেখে
নেচে ওঠে মোর চিত্ত!
তুমিতো এখনও অবোধ
কোথা পাও এত গরিমা!
তোমার ছায়া যত দেখি
শ্রদ্ধায় তত স্মরি মা।
রচনা : ২৪.১০.২০১৪ খ্রিঃ