শৈশবে ভাবতাম, মানুষ
বেঁঁচে থাকে পানাহারে,
বৃক্ষরাজি কীভাবে বাঁচে
ওরা তো থাকে অনাহারে?
আজ ভাবি বৃক্ষরাজি বাঁচে
শেকড়ের বন্ধনে,
তবে মানুষ কীভাবে বাঁঁচে
কোন বন্ধনবিনে?
মাতৃৃগর্ভে জন্মে, দূরে থাকে
আপন মা'কে ছেড়ে,
মাটি যে ওদের মা,
তার বুকেই ওঠে বেড়ে ৷
২৫/০৫/২০১৬