'ভাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাঁই'
ভালো মন্দ যা শুনুক ফোসকা পড়ে খোসায়!
কাজের বেলায় লবডঙ্কা কথার প্যাঁচে ওস্তাদ,
ত্যাগের বেলা চুপ, কোথাও দেয় না বাদসাদ।
কথায় কথায় ধরে অন্যের দোষ বদনাম ছুতো,
কলিজা ঝাঁঝরা করে তার তীর্যক কথার গুতো!
জ্ঞানী গুণী বিদ্যান সরল হয়েও অনেক লোক,
বুঝেন না তারা মারপ্যাঁচ, এব্যাপারে অপারগ।
অশিক্ষিত হয়েও মারপ্যাঁচ বোঝে যে লোকগুলি,
জ্ঞানী গুণী বিদ্যান ভদ্রলোকের দেখায় বৃদ্ধাঙ্গুলি।
অনেক জ্ঞানী গুণী বিদ্যান ভদ্রলোক তার মতো
কোনো বিষয়েই নিচে নামতে পারে না ততো।
মারপ্যাঁচ না বুঝার কারণে কতো সরল মানুষ
শঠের মারপ্যাঁচের চক্রান্তে দুর্দশায় হারায় হুশ।
কেউ দেউলিয়া, কেউ ভোগ করে দুঃসহ যন্ত্রণা!
শঠ থাকে বহাল মারপ্যাঁচের শিক্ষা তার মন্ত্রণা।