অমুকের এতো এতো দোষ
সমর্থন করো না তাকে,
আমার এতো এতো গুণাবলী
সমর্থন করো আমাকে।
দোষ প্রচার করা লাগে না
ছড়ায় সেতো ঝড়ে!
নিজের গুণের কথা কভু
গুণীজন প্রচার করে?
সবল অন্যের দুর্বলতার
অনুসন্ধান করে কী?
অন্যের দুর্বলতা যার পুঁজি
সে সবল হয় না কী?
কেউ কাউকে বললে তস্কর
বলে "আমার চেয়ে
অমুকের সম্পদ ঢের বেশি
যাচাই করো যেয়ে।"
একথা কী ন্যায় নীতি আর
সততার মাপকাঠি!
নিজের ঢাক পেটায় যে, সে
কীভাবে হয় খাঁটি।