শিকড়বিহীন জীবন ধারণ, কার এই ক্ষমতা?
জানি না তাই, শস্যসম নেই যে হৃদে মমতা!
কার ক্ষমতায় বলি, জানি না তাই করি অহম!
মানবিকতা ছেড়ে হয়েছি যে মানুষ মারার যম!

কার শক্তিতে চলে পদদ্বয় আর দুই বাহু,
জানি না তাই গ্রাস করেছি সর্বনাশী রাহু!
জানি না কার ইঙ্গিতে বেগে বয় শিরা-ধমনি,
তাই অনর্থক অন্যের টুঁঁটি চেপে ধরি অমনি!

হেথা অকারণ এলাম গেলাম, যা কিছু পেলাম,
সবকিছু লুণ্ঠন করে পশুর মতই শুধু খেলাম!
অবশেষে জাবর কাটিয়ে পার করলাম সময়,
আমি কার কে বা আমার জানা হল না পরিচয়!

০৪/০৯/২০১৭