পৃথিবীতে মানুষ প্রেরিত হয়েছে প্রেম-ভালোবাসার জন্য,
ব্যবহারের জন্য উপকরণ ও অত্যাবশ্যকীয় বিবিধ পণ্য।
একে অপরকে নির্মল ভালোবাসায় ভরাবে উজাড় করে,
বিরাজ করবে স্বর্গীয় সুখ, সবাই সুবাতাস নেবে বুক ভরে-
এটাই স্বাভাবিক। এক অপরের সম্পর্ক হবে বন্ধুভাবাপন্ন,
বিপরীতে হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চার মনোভাবাপন্ন।
মানুষ হাজার বছর বাঁচবে পৃথিবীতে, লাভ করবে পরমায়ু,
কতো কুঁড়ি ঝরে যায় গ্রহণ ক'রে নোংরা পৃথিবীর বিষবায়ু।
পৃথিবীর কোনো দোষ নেই, তার কাছে আছে কোটি ঋণ,
পৃথিবী পরিশুদ্ধ হবে, যেদিন শুদ্ধ হবে মনের ময়লার বিন।
কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসে ব্যবহৃত পণ্য,
বস্তুকে নয় কেবল মানুষকে ব্যবহার করে, এমন জঘন্য!
মানুষ মানুষকে মূল্যায়িত করে বস্তুর চেয়েও নগণ্য অতি
সৃষ্টির সেরা জীব অপদস্থ হয়, হলে সামান্য একটু ক্ষতি।
নিজের বুকে যেমন লাগে, অন্যেরও লাগে তীব্র আঘাত।
ভুলে যায় সকলে একজাত, সব সমস্যার এখানে সূত্রপাত।
অবজ্ঞা, দাম্ভিকতার কারণে ফুলের মত কতো মধুর সম্বন্ধ-
আগুনে পুড়ে হয়ে যায় খাক, তিক্ততায় সব বিনিময় বন্ধ।
যদিও বলে ভালোবাসি, তা প্রকৃত অনুরাগ ভালোবাসা নয়,
স্বার্থের টানে টুটে যায়; ঠুনকো আবেগ মোহ, স্বেচ্ছাভিনয়।
সম্পর্ক মজবুত হয় ভক্তি শ্রদ্ধা সম্মান কর্তব্য পরায়ণে,
প্রতিদান দিতে দরকার বহু ধৈর্য সহ্য তিতীক্ষা বিসর্জনে।
সুন্দর ধরণীতে জীবন বিপন্ন; স্বীয় সম্মান পেতে ব্যর্থ শিষ্ট,
মন্দলোক পণ্যকে ভালোবেসে, মনুষ্যত্ব পদদলিত অতিষ্ঠ!
দুর্বলতার সুযোগে হতে চায় অনন্য, না দেখিয়ে মহানুভবতা।
সবাই হবে অধিনস্ত, শুধু ভাবে নিজের কুশলে থাকার কথা।
ছলে, বলে, কৌশলে শোভনীয় লোভনীয় বস্তু হয় অপহৃত,
অলঙ্করণের জায়গায়, ছিনিয়ে অযোগ্যরা করে কলঙ্কিত।
পৈশাচিক শক্তির দাপটে ন্যায় নীতি ভুলুন্ঠিত চিরকালের তরে,
অধীনস্থরা শান্তির বদলে সদা দুঃসহ দাসত্ব জীবনযাপন করে।
উৎপীড়ক যখন চির বিদায় গ্রহণ করে, সাথে কী নিয়ে যায়?
শুধুই কর্মফল, মানুষের ঘৃণার্হ অথবা সিক্ত হয়ে ভালোবাসায়।
বিদায় গ্রহণকালে, পরিবেশকে সংকটাপন্নাবস্থায় যায় ফেলে,
কৃতকর্মের প্রতিফল বহুগুন বিস্তৃত হয়ে শাখা প্রশাখা মেলে।
আত্মতুষ্টির উপার্জন কাজে আসবে না, আত্মার মুক্তি দিতে,
সাফল্য হতো যদি আত্মশুদ্ধির পন্থাবলম্বন করতো পৃথিবীতে।