অভিধানে এমন কোনো শব্দ নেই যা দিয়ে
একজন বিধ্বস্ত নগরীর নিঃস্ব অধিবাসী
মনের আকুতি কাউকে বুঝাতে সক্ষম হন!
এমন কোনো ইন্দ্রিয়শক্তি নেই যদ্বারা
উপলব্ধিপূর্বক কাউকে সঠিকভাবে
আহাজারি প্রকাশ করা সম্ভবপর!
পৃথিবীতে এমন কোনো গণিতজ্ঞ নেই
যিনি ক্ষয়-ক্ষতির পরিসংখ্যান সুক্ষ্মভাবে
বর্ণনা করতে পারেন!

পৃথিবী যদি এখানেই শেষ না হয়
আমরা ইতিহাস সৃষ্টি করবো!
তা হলো মুনাফিক ক্রীড়নকের ইতিহাস!
ইতিহাস রচিত হবে : জালিম, মাজলুম
আর নীরব দর্শকের ইতিহাস!
নীরব দর্শকের মাঝে রাজা, বাদশাহ,
আমির, হাফেজ, ক্বারী, মাওলানা,
মুফতি, মুহাদ্দিস, মোল্লা, মৌলভী,
মানবতার ফেরিওয়ালা সবাই ছিলো!
কারো সাধ্য ছিলো না অপরাধীকে পরাভূত করার!
কী কাজে আসবে এসব উপাধীধারীরা!

অনাগতরা ইতিহাস অধ্যয়ন করবে,
মাজলুমগণ অল্পসংখ্যক, অত্যাচারী বাহিনী বিশাল!
নীরব দর্শকের গোষ্ঠী আরো বিশাল! কাপুরুষের মতো
ধ্বংসযজ্ঞ উপভোগ করেছিলো!
কেয়ামতাবধি আমাদের প্রতি লা'লত প্রার্থনা করবে!
তারচেয়ে পুরো পৃথিবী এখানেই ধ্বংস হয়ে যাওয়া শ্রেয়।
তাহলে লা'নত থেকে রেহাই পাওয়া যেতো!

লজ্জায় মস্তক অবনত! এই ভেবে,
আমিও তাদের দলভুক্ত! দূর থেকে
বিলাপ করা ছাড়া আর কোনো
সামর্থ্য ছিলো না। হে খোদা মানুষ হিসেবে
এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করা
আমার জন্য নিদারুণভাবে লজ্জাজনক!

০৬/০৪/২০২৫ খ্রিস্টাব্দ