সাদাকে সাদা, কালোকে কালো,
মন্দকে মন্দ, ভালোকে ভালো-
বলবে; কারণ যার হয়নি মতিভ্রম!
দুঃখ এখানেই! বলা যাবে না,
সে মোতাবেক চলা যাবে না,
মানতে হবে তোমার দেওয়া ক্রম!
বুঝি না কারো প্রতি কেন ক্ষোভ!
অকারণে শুধু করো দোষারোপ!
সত্য জেনেও করো অস্বীকার!
করো সদা সত্য মিথ্যা মিক্সচার!
চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলে
দাও কারো ঘাড়ে জোরে কোপ!
দমিয়ে রেখে পাবে নাকো নিস্তার,
মিলিয়ে নিও শেষটা ভালো কার?
নীরবে যারা করছে সাগর চুরি,
তাদের বেলায় বড্ড উদাসীন,
দিনকে রাত, রাতকে করছে দিন!
সাধু’র দোষান্বেষণে নামাও ডুবুরি!
সময় এখন তোমার, তাদের প্রতিকুল,
সহজে কিছু না নিয়ে করো হুলস্থুল!
নিশ্চই তোমার আছে মহা লোভ
মুখ খুললে বলো "একদম চোপ!"
নিজকে রক্ষা করতে পারবে কী?
যেদিন জমিন কেঁপে নামবে বিক্ষোভ!
২২/০৯/২০২৪ খ্রি।