অতীতের কর্মের ফল আজকের এ দিন,
তাতে আছে অনেক প্রাপ্তি ও কিছু ঋণ।
প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটাই যেনো অধিক,
জীবনে এতো রহস্য জানা ছিলোনা ঠিক।
প্রাপ্তির কৃতজ্ঞতা প্রকাশে বড্ড উদাসীন,
ঋণের খাতাটা অপরিশোধিত সর্বাঙ্গীণ।
প্রাপ্তিগুলো মওলা'র অনুগ্রহ ও মঙ্গলময়,
দুর্গতি নিজ সীমাবদ্ধতার ফসল অতিশয়।
কিছু কিছু ক্ষেত্রে মনে আসে বেজায় ধিক!
ধরণীর পরিবেশ কেনো এতো অমানবিক!
অতীত নিয়ে একটুও করি না মনস্তাপ!
ভবিষ্যৎ নিয়েও মনে নেই হতাশার ছাপ!
আজীবন "বর্তমানই" দেয় মানসিক চাপ!
যেনো সদা মাথার 'পর দ্বিপ্রহরের উত্তাপ!
তোমার অপার করুণায় এখনো আছি টিকে,
কৃপার বৃত্তান্ত শেষ করা যাবে নাকো লিখে।
ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি সমাপ্তির দিকে,
তেহাই হয়েছি পার, দীপ্তি হচ্ছে যে ফিকে!
কামনা করি সামনে রেখেছো যেটুক সময়,
ধৈর্যের সাথে অতিক্রান্ত হতে পারি দয়াময়।