হাজারটা কবিতা রচনা করেও হওয়া যায় না
বিখ্যাত। একটি দুঃসাহসিক লেখাই যথেষ্ট।
একটি কবিতা পাঠের জন্য দরকার হয়না
লক্ষ পাঠকের একজন বোদ্ধা পাঠকই যথেষ্ট।
একজন কবি লক্ষ পাঠকের নয় অপেক্ষা করেন
একজন প্রকৃত পাঠকের, তার দৃষ্টিগোচর হলেই
লেখার সার্থকতা।
কতটা শোণিত ঝরালে কীর্তিমান হওয়া যায়?
কতটা বীরত্ব দেখালে ইতিহাস বদলে দেওয়া যায়?
কতটা মনোবল থাকলে মহানায়ক হওয়া যায়?
কতটা সাধনা করলে মহাকবি হওয়া যায়?
কতবড় শিল্পী হলে এক আঁচড়ে ইতিহাস আঁকা যায়
মানব হৃদয়ে কতটা ঠাঁই পেলে বিশ্ব চিনতে পায়।
শার্শা, যশোর।
১৫/০৩/২০২১ খ্রি: