কেউ যদি জ্বলে
হিংসার অনলে,
নির্বাপিত করব
তা কোন্ জলে।
হৃদয়টা যার পূর্ণ
চাতুরি ছল, খলে
যদি সহজতা না
বুঝে কোন পলে।
আটকে যায় যদি
পাপাত্মার কবলে
কপালটা কী কেউ
দিতে পারে বদলে?
কেউ যদি স্বেচ্ছায়
ডুব দেয় অতলে
কীভাবে উত্তোলন
করবো তাহলে ?
অদৃশ্য বেড়ি পড়া
হাতে পায়ে গলে,
মুক্ত করব তাকে
কোন্ সুকৌশলে?