পরম যত্নে পশু পালন
করতেন এক রমণী,
অর্থ অভাব হলে স্বামী
বেচে দিতো অমনি!
তাদের মায়ায় রমণীটি
ভেউ ভেউ করে কাঁদত,
অনটনের সংসারে সে
বুকে পাথর বাঁধত!
বহুদিন আগে স্বামী তার
এক ছেলের ধরে ঘাড়,
অকারণে জিদের বশে
করেছে বাড়ির বার!
সে ভাবে "আমার কথা কী
মায়ের মনে পড়ে?"
"আমার জন্য হৃদয়টা তার
হাহাকার কী করে?"
"মা কভু মন খারাপ করে
কাঁদে কী তার জন্য?
নাকি ছাগল গরুর চেয়েও
মোর ভাবে জঘণ্য?"