পানি পড়ে কল্ কল্,
জলে মৎস্য খল্ খল্।
রক্ত ঝরে গল্ গল্,
চোখে অশ্রু ছল্ ছল্।

রাতে তারা জ্বল্ জ্বল্
রঙের আভা ঝল্ ঝল্।
বর্ষায় নদী টল্ টল্
আতা পেকে তল্ তল্।

শিশুর শরীর থল্ থল্
বিহগ ওড়ে দল্ দল্ ।
মিহি কাপড় মল্ মল্
ঢিলা পোশাক হল্ হল্।

♦️কক কক খক খক♦️

মুরগি ডাকে কক কক,
শুষ্ক হাসি খক খক। 
বক উড়ে যায় চক চক, 
দিনের আলো ঝক কঝ।

রঙের আভা টক টক, 
শীতের কাঁপন ঠক ঠক। 
পানি পিয়ো ঢক ঢক, 
পরিষ্কার ঘর তক তক।

সবুজ পাতা থক থক, 
হৃদয় কাঁপন ধক ধক। 
রাগে হাঁটা পক পক, 
উজ্জ্বল আভা ফক ফক।

মন্দ কথা বক বক, 
বাজে গন্ধ ভক ভক। 
ব্যাঙের শব্দ মক মক, 
লোভে জিহ্বা লক লক।

🌷🌷🌷🌷🌷🌷🌷