হর্ষে পড়ে যতই নাচি, ভরবে নাতো চিত্ত!
নাচের আছে নিয়ম-কানুন মানলে হবে নৃত্য!
খাতায় বা চিত্রপটে অনেকে ছবি আঁকে,
ছবি দেখে একটু আধটু তারিফ করে তাকে ৷
আবেগে পড়ে অনেকে কত গলা সাধে,
শুনতে সবই অশ্রাব্য, দু'চারজনেরটা বাদে!
লিখলে তো কবি হওয়া যায় কিন্তু নাচা গাওয়া-
আর ছবিতে খুব কঠিন নাম যশ কৃতিত্ব পাওয়া!
আবেগ দিয়ে কত কথা লিখি পাতা ভরে
পড়ে সবাই বলে আহা লিখলে কেমন করে?
নাচা গাওয়া আঁকায় লাগে হাতে পায়েখড়ি,
মস্ত বড় গুরু ধরে খোয়াতে হয় কড়ি ৷
এখানে লক্ষ্য থাকে নাম যশ অর্থ ও রোজগার,
কবিতায় একজন ভালো পাঠক পেলে সব উদ্ধার!
কবিতা লিখতে ও শিখতে লাগে না তো গুরু,
নির্দিষ্ট নিয়ম নেই যে কেউ করতে পারে শুরু!