বৃহৎ বা সামান্য, তুচ্ছ বা দামী,
অতি মর্যাদাপূর্ণ কিংবা অনামী।
দৃশ্যমান ঘটনা বা অন্তরালের,
সমসাময়িক বা অন্য কালের।
নিজের বিষয় অথবা অপরের,
প্রেম, দ্রোহ, বেদনা-বিরহের।
জীবন ঘনিষ্ঠ আবেগ-উচ্ছাস!
সমৃদ্ধ বাণীর কাব্যিক প্রকাশ।
যে কোনো বিষয়েই লেখা যায়,
যদি থাকে অভিনবত্ব ভাবনায়।
কবিতা ছড়ায় চাঁদের মত সুধা,
মেটায় পাঠকের তৃষ্ণা ও ক্ষুধা।
কবিতা কলঙ্কহীন ফুলের সুঘ্রাণ,
ভরিয়ে দেয় পাঠকের মন প্রাণ।
কবিতা ঝর্ণার মতো চির চঞ্চল,
তটিনীর তরঙ্গের মতো উচ্ছল।
সুললিত কণ্ঠে পাখির মিষ্টি গান,
কবিতা কী কাকের কর্কশ তান?
যত্নের নির্মাণে নয় কী প্রয়োজন?
যথোপযুক্ত উপকরণ ও রসায়ন।
বসন, অলঙ্কার, নির্বাচনের বিষয়
জরুরি কী নয় দক্ষতার পরিচয়?
ভাষা সাবলীল, শ্রুতিমধুর, সরস,
কাব্য দ্যোতনায় লাবণ্যের পরশ।
জরুরি কী নয় সংবেদন দমন,
সংযম ও সচেতনতা অবলম্বন?
মনোসংযোগে অলঙ্কিতকরণ?
বিপরীতে হচ্ছে কলঙ্কিতকরণ!
সে ক'বির কাছে সম্পদ অমূল্য,
আদর-ভালবাসার, সন্তানতুল্য।
তবে কেনো এরকম হতশ্ৰী তার,
সে অনাথ? পিতার নেই দায়ভার?
যদি মুখমণ্ডল থাকতো কবিতার
তবে কুরুচিপূর্ণ মানসিকতা যার।
উপায়ান্তর থাকতো না তার তো,
ঘৃণায় বদনে থুতু ছুড়ে মারতো।
১৩/০৮/২০২১ খ্রিঃ