প্রবল ঝড়ে যতই নাড়াক
আকাশ বাতাস সিন্ধুকে,
তুচ্ছ ওসব, নাড়িয়ে লাভ
কুসুমের গা'র বিন্দুকে!
ওসব কথা ভাবায় না'কো
যতই বলুক নিন্দুকে,
সততা আর ন্যায়-নিষ্ঠা
এসব থাকুক সিন্দুকে?
ফল হবে কী এসব নিয়ে
যতই ভাবুক চিন্তুকে!
বাঘের গলায় ঘণ্ডাটা ভাই
বাঁধবে বল কিন্তু কে?