বসনে অঙ্গ ঢাকার মত,
ঢাকতে চাই কিছু ক্ষত!
ক্ষতগুলো বড্ড তাজা,
জীবনটা হল যে ঝাঁ ঝাঁ!
ক্ষতগুলো যে গনগনে,
ঢাকা যায় না তা বসনে ৷
ঢাকতে লাগে ঢের সময়,
বসনে তা ঢাকবার নয়!
বসন যে পুড়ে হবে ছাই,
এতটা সময় কোথা পাই?

২১/০৯/২০১৭