মানব সেবা কীরূপ দেবা
     না থাকলে মহত্ব?
মুখের ভাষা জাগাক আশা
     দুঃস্থের হোক সুপথ্য।
    
মানুষের সেবাদান করার
   ছিলো যে অঙ্গীকার,
ভুলে প্রতিশ্রুতি করছে
    সবে তা অস্বীকার।
    
দুঃস্থ পীড়িতরা পাবে
     ন্যায়ত অধিকার,
বিপরীতে পাচ্ছে তারা
    জুলুম ও অত্যাচার।
    
ধোঁকায় পড়ে সহিতে হয়
     অসহ্য হয়রানি!
মত্ত সব আত্মতুষ্টিতে
     করে রাহাজানি!
    
মানুষের অসহায়ত্বের
    সুযোগ বুঝে যারা,
সর্বস্ব লুট করে তবে
কেমন সেবক তারা?