সহজ সরল রাস্তায় আসি
সরল সহজ ভালোবাসি ৷
আজন্ম বাঁকা পথে থাকা
মনে হয় 'সোজা'টা বাঁকা!
হাজার হাজার বছর ধ'রে
যারা বক্রকে সরল ক'রে-
সরল বানিয়ে বক্রটাকে
দেয় সময়ের বাঁকে বাঁকে ৷
তাদেরকে অজ্ঞাতসারে-
সবে তাজ করে শিরে ধরে!
সরলে যার নাই পরিচয়
বক্রকে সরল মেনে লয় ৷
একটুও ভাববার নেই ক্ষণ
কে বন্ধু কে জাত দুশমন!

০৪/১০/২০১৭