সাদা রঙ আগে ছিলো? না কী
আগে ছিলো ওই সাদা বক?
বক থেকে হলো সাদা রঙ? না কী
সাদা থেকে বক চকচক?
কালো রঙ আগে ছিলো? না কী
আগে ছিলো নিকষ কালিমা?
লাল রঙ আগে ছিলো? না কী
আগে ছিলো রক্তলালিমা?
রাত থেকে কালো? না কী রঙ থেকে
কালো হলো ধরাধাম?
লালিমা থেকে লাল রঙ? না কী
লাল থেকে লালিমা নাম?
হলুদ রঙ আগে ছিলো? না কী
আগে ছিলো হলুদিয়া পাখি?
পাখি থেকে হলুদ রঙ? পাখি
রঙ থেকে নাম নিলো না কী?
নীল রঙ আগে ছিলো? না কী
আগে ওই নীলিমা ছিলো?
নীল থেকে নীলিমা হল? না কী
নীলিমা নীল রঙ দিলো?
বেগুনী রঙ আগে ছিলো? না কী
আগে ছিলো বেগুন শুনি?
বেগুনী থেকে হলো বেগুন? না কী
বেগুন থেকে হলো রঙ বেগুনী?
সবুজ রঙ আগে ছিলো? না কী
আগে ছিলো পাতা সবুজবরণ?
পাতা থেকে সবুজ রঙ? না কী
রঙ থেকে হলো নামকরণ?
কমলা রঙ আগে ছিলো? না কী
কমলা লেবু আগে ছিলো?
রঙ থেকে লেবু? না কী লেবু
থেকে কমলা রঙ হলো?
সাতরঙ আগে ছিলো? না কী
রামধনুটা ছিলো বহু আগে?
রামধনু তাদের থেকে? না কী
রামধনু থেকে সব হলো ভাগে?
২২/০৯/২০১৭