কত কথা সময় অসময়
মনের মাঝে হয় উদয় ৷
কোন কথা ভীষণ ভাবায়!
কোনটা নীরবে হাসায়!
কোনটা চোখে ঝরায় জল!
কোনটা বাড়ায় মনোবল!
কোনটা আবার সহজে-
হৃদয় থেকে যায় মুছে ৷
কোন কথার মেলে না উত্তর
আজীবন খুড়ে চলে অন্তর!!
কোন কথায় মন হয় দৃঢ়চেতা
কোন কথা হয়ে যায় কবিতা ৷
কোনটা ছন্দ খুঁজে পায়
কোনটা স্মৃতি হাতড়ায় ৷
কোন কথা পায় না অলংকার
ফেলে আসা পথের ঝোপঝাঁড়!
কিছু কথা প্রকাশে অন্তর জুড়ায়
কিছু কথা প্রকাশে ব্যর্থ হৃদয়!
আমৃত্যু মোছা যায়না শত চেষ্টায়
নিজকে ঝড়ের মত ভেঙে যায়!