. (২২)
কবি হওয়ার সময় ছিলো তখন,
মানুষের কবিতা পাঠে ছিল মন ৷
তখনকার কবি'রা ছিলেন বড়সড়,
ছিলেন না তারা কেউ জড়সড় ৷
কবিতা লেখায় উদার প্রাণ ছিল,
সে সময় কবিতারও ঘ্রাণ ছিল ৷
১৫/০৭/২০০৭
(২৩)
অনেক সাধ করে লিখতে হয় পদ্য,
হোক না সে সব বাসী কিংবা সদ্য ৷
বাক্য কিছু নয়, ভাবই বুঝায় মর্ম,
মালার চেয়ে গাঁথতে সহজ এ কর্ম ৷
কঠিন শব্দ প্রয়োগে হয় না মিঠা!
ভাব বিনা রচনা নিংড়ানো শিঠা ৷
১৫/০৩/১৯৯৭