.            (২৪)
দূরদর্শী একটি সঠিক কাজ করুন, হতে
পারে দীর্ঘস্থায়ী, নাও হতে পারে আবার।
একটি ভুল কাজ করুন না চাইলেও হবে
বহু যুগ টেকসই নিদারুণ পরিণতি তার ।

             (২৫)
তুমি কেমন আজব কারিগর
নিজ হাতে বানাইছো পিঞ্জর
তাতে সেট করে দিয়ে অন্তর
নিজে বাস কর তার ভেতর।

             (২৬)
আমার পাখি আমার পাখি
করে যতই বিভোর হই
শুনবে না সে আমার কথা
পাখির মালিক আমি নই।

            (২৭)
মুখে যা বলুক সবই জানি,
স্বার্থে একটু হলে টানাটানি।
আস্থা থাকে না একটুখানি,
সম্পর্ক কচু পাতার পানি।
            
           (২৮)
ভালবাসাটুকু থাকলে সবকিছুতেই পরিপূর্ণ,
আর যা-ই থাক ভালবাসাহীন সব চূর্ণ!
মিথ্যা ভালবাসা সব কেড়ে নেয় সবে জানে,
তারপরও তার নিষ্ঠুর মোহ কেন যে টানে!

           (২৯)
দৃষ্টি দিয়ে খুঁজে হয়রান,
অন্তরে নাই তার জয়গান।
মেঘের আড়ালে ইন্দু হাসি,
সে কথা ভাবে না মন উদাসী।