পাশাপাশি দু'টি কাচের গ্লাস,
দেখতে লাগে খুব ফাস্টক্লাস।
উভয় উভয়ের হৃদয়ের স্পন্দন,
দেখে মনে হয় নিবীড় সে বন্ধন।
ফাটলের ভয়ে দু'টি প্রাণে ত্রাস!
যে কোনোটি ভাঙলেই সর্বনাশ!

উভয় উভয়কে অতি যত্নে রাখে,
তারা সদা-সর্বদা সতর্কে থাকে।
একে অন্যের প্রতি খুব সহনশীল,
বিনিময় করেছে তাদের  দিল।
একে অন্যের সবকিছু ততক্ষণ,
তারা দুটি সতর্ক আছে যতক্ষণ।

জীবনে তারা দুয়েই খুবই সুখী,
তবুও লাগতে পারে ঠোকাঠুকি!
অসতর্কতায় সম্পর্কে ধরলে চিড়,
ভেসে যাবে তাদের সুখের নীড়!
মধুর সম্পর্কে পড়তে পারে হ্রাস!
কারণ তারা ঠুনকো কাচের গ্লাস।

২০/০৪/২০১৯