সবার জন্মদিন আসে এক বৎসর পর পর,
সবাই শুভেচ্ছা জানায় খুশিতে ভ'রে অন্তর।
প্রতি বছর বয়সে সংযোগ হয় এক সংখ্যার,
কষ্ট কী লাগে জীবনে কমে গেলে একটি বছর?
আনন্দে না ডুবে ভাবা উচিৎ একটি বিষয় নিয়ে,
এক বছরের পথ গেলাম সমাপ্তির দিকে এগিয়ে।
জন্মদিনে বাঁধভাঙ্গা খুশি আনন্দ - উপভোগ নয়,
প্রস্তুতি নিই সমাপ্তিটাই যেন হয়গো আনন্দময়।