জল মগ্ন পাথর কভু
পায় না জলের পরশ
ঠিক তারই মতো তোমার
হৃদয়টা অসরস!

তুমি অত্যন্ত প্রজ্ঞাবান
সামাজিক ও ধার্মিক
পারিবারিক সম্প্রীতির
অনন্য আদর্শিক!

বচনে, আত্মবিশ্বাসে
তুমি কতো মানবিক,
যার পর পতিত হও সে জানে
কতোটা আনোবিক!

ধর্মের সূত্র টেনে আনো
কথা কাজে সামগ্রিক
ঘাড় তেডামোতে অনুমিত
তুমি কতো অধার্মিক!

তোমার উতপ্ত নিঃশ্বাসে
পোড়ে সবুজ বনানী!
কেউ গোপনে চারা রোপে
ঢেলে তাতে পানি।

০৬/১১/২০২৩ খ্রিঃ