পাখি হলে বুঝতাম না ভিন দেশ,
উড়বারও তাই থাকতো না শেষ ৷
মানুষের মত থাকতো না সীমানা,
যেথা খুশি উড়তে থাকতো না মানা ৷

সারা পৃথিবীটাই হত আমার একার
উড়ে উড়ে ছিল অনেক কিছু দেখার ৷
থাকতো না কোন কাঁটাতারের ভয়!
মানুষের মত হ'তাম না নিরাশ্রয় ৷

ভিনদেশে যেতে লাগতো না অনুমতি
মানুষের মত মোর হত না কোন দুর্গতি!
লাগত না ভিসা পাসপোর্ট দেহ তালাশ
আমি হ'তাম না কারো ইচ্ছার দাস ৷

সব ভাষার মানুষ শুনতো আমার গান
আমার থাকতো না আলাদা অতান।
থাকতো না মোর ধর্ম বর্ণের ভেদ
উড়তে থাকতো না কোন নিষেধ ৷

দলবেঁধে যেতাম কত দূর ছাড়িয়ে
মানব সেবায় গলা দিতাম বাড়িয়ে,
জীবিকার জন্য ভাবতাম না মোরা
খালি পেটে বেরিয়ে ফিরতাম ভরা ৷

১২/০৯/২০১৭