জানি না কী দোষে দুঃখ আসে,
নিভৃতে অশ্রুপ্লাবনে বুক ভাসে!
আবার কখনও আসে খুশির দিন,
হৃদয় মাঝে বাজে আনন্দের বীণ!
কাঁদার পর হাসা, হাসার পর কাঁদা,
জীবনটা যেন একটি গোলকধাঁধাঁ!

আমায় যদি আমৃত্যু, সৃষ্টিকর্তা মহান
আগাম বৃত্তান্ত জানার দিতেন জ্ঞান ৷
দিনলিপি দেখে হতাম নাক বিচলিত!
ক্রমাগত কাঁদতাম হাসতাম পরিমিত ৷
জানা ছিল না কতটুকু স্বপ্ন দেখার-
এ জীবনে অধিকার আছে আমার ৷

জানা থাকলে করতাম না বৃথা সময় নষ্ট,
ভোগ করতে হত না স্বপ্নভঙ্গের মহাকষ্ট!
যেটুকু আছে আমার জন্য বরাদ্দ
শুধু সেটুকুর জন্য হতাম আরাধ্য ৷
আবার এলে কখনও নিদারুণ দুঃসময়,
মমতামাখা সু-স্বপ্ন যেন বেঁচতে না হয়!

জানা থাকে না কোন স্মৃতি করবে শোকাতুর!
জানলে তেমন শোভা থেকে থাকতাম বহুদূর ৷
জানা থাকে না কাকে কতটুক ভালবাসতে হয়,
কখন কাকে ছেড়ে কার কাছে যে আসতে হয় ৷
জানা থাকলে ভুলকে কভু ভালোবাসতাম না,
কাউকে ছেড়ে আবার কোথাও ভাসতাম না ৷

২৭/০৮/২০১৭