কঠিন পরিশ্রমের পরে বিনিময় পাই,
তাই সহজে সেই কষ্টকে ভুলে যাই!
আরও স্বজনের প্রত্যাশিত ভালোবাসায়,
তাই নিমিষে ভুলে যাই সব হতাশাই ৷
সুস্থ না হয়ে সত্যি যদি বদ্ধ পাগল হতাম
বিনিময় না দিলেও কষ্ট ভুলে যেতাম!
আপনজনেরা করলে নিষ্ঠুর হেলা
তবুও মনের আনন্দে কাটত বেলা!
আমি সুস্থ মানুষ, কারো প্রতারণায়
কিংবা উপেক্ষা করলে খুব কষ্ট পাই!
মান অভিমান ভাল মন্দ বুঝবার
কেউ একজন নেই তো আমার ৷
তাই তো আর কভু নতুন করে
বাঁচার স্বপ্ন দেখি না দুচোখ ভরে!
আমি যদি বদ্ধ পাগল হতাম সত্যিকার
তবে মান অভিমানে কী এসে যেত কার?
আমি পাগল না, গভীর আবেগপ্রবণ
তাই ভেঙে খান খান হয় আমার মন!
সত্যি আমি হতাম যদি বদ্ধ উন্মাদ!
আমার থাকত নাতো কোন ইজ্জত!
রাস্তার যত মানুষ আমায় করত জ্বালাতন!
অপমানে একটুও পুড়তো না আমার মন!
আমি যে বোধসম্পন্ন, নই তো বদ্ধ উম্মাদ!
পারি না সইতে ও বইতে এটাই অপরাধ!
০৮/০৭/২০১৬