দিবস উপভোগের পরে
সাঁঝ ঘনিয়ে এলে,
কেউ কেউ আফসোস ক'রে
একটি কথা বলে!

"মনোহর একটি দিন, খোয়া
গেলো জীবন থেকে!
সময় গেলো তড়িৎ বেগে
কিছু স্মৃতি রেখে ৷"

অষ্টপ্রহর যাতনার পর
কয়েদি যা ভাবে!
এখান থেকে বেরিয়ে সে
নতুন জীবন পাবে!

একথা ভেবে খুশিতে
মুখটি তার অমলিন!
"জীবন থেকে কমে গেলো
আজাবের একটি দিন!"

তারিখ : ২৪/০৯/২০১৮ খ্রিঃ