জীবনের চেয়ে সত্য
আর আছে কী?
এতটুকু স্বস্তি ছাড়া
আর বাঁচে কী?

কষ্টে তবু বলতে হয়
এই আছি বেশ!
আমৃত্যু জীবনের কথা
হয়না কভু শেষ ৷

২৭/১০/২০১৬