নিজের বক্ষ উজাড় করে
তারা সুবাস বিলায়,
এখানে তার সার্থকতা
কাজে চেনা যায়।

কে জন্তু আর কে বা মানব
দেখা নয় তার কর্ম,
বিধাতার হুকুম বাতাসে
ঘ্রাণ বিলানো ধর্ম।

পত্রের আড়ালে হাস্যোজ্জ্বল
গোলাপ বেলী বকুল,
সুবাস বিলিয়ে পদতলে
লুটায় যে ঝরা ফুল।

০২/০৭/২০১৬