ভাবিনা, আমি বহুদূরে আছি,
এইতো আছি খুব কাছাকাছি।
বিদ্যালয় অথবা গাঁয়ের মাঠ,
হাট বাজার বা নদী খেঁয়াঘাট।
হতে পারে দিল্লি ফ্রান্স জার্মান,
তারচেয়ে দূর ঘর থেকে উঠান।
আরো নিকটে রাশিয়া জাপান-
গ্রহ নক্ষত্রপুঞ্জ সাত আসমান।
দিবারাত যখনই যেখানে যাই
সেথা আলো বাতাস সব পাই।
সর্বত্র চন্দ্র সূর্য আকাশ একই
তবে কেন বলি আমি দূরে রই?
প্রভু তিনিও আছেন সদা সাথে,
যেথা থাকি, আসীন মনকাবাতে।
আমি আছি চেয়ে দেখো অন্তরে,
শুধুই সংকীর্ণচিত্তের কাছে দূরে।
পাটুরিয়া ফেরিঘাট।
১৬/০২/২০২০