যেতে হবে বহুদুর, কত না যুগ কত কাল,
সুখে দুখে হাতধরে পাশাপাশি সমান্তরাল ৷
নিঃসংকোচে, আগে হোক চেনা পরিচয়,
এপথ বড়ই বন্ধুর, আবেগের নাই প্রশ্রয় ৷
বন্ধন স্থাপনের পূর্বে হোক আপোশ,
দুঃখ ভাগাভাগীতে কে কতটা খোশ ৷
কতটা সম্ভব মেনে-মানিয়ে নিয়ে চলা,
প্রতিজ্ঞা ভঙ্গের আগেই উত্তম 'না' বলা ৷
স্বেচ্ছাচারিতা করতে পারব কী বর্জন?
ভাবব কী কীসের মধ্যে গৌরব অর্জন ৷
নইলে নিজের মত থাকা শ্রেয় চিরকাল,
অন্য কপালে জোড়া না দিই এ কপাল ৷