বুঝাতে ব্যর্থ, এ যাতনা কীসের?
বহ্নিশিখা? না কী কোনো বিষের?
জঙ্গলে লাগলে নেভে সেটা জলে,
এ কেমন তাপ নেভে না দমকলে ৷

বিষের পেয়ালায় চুমুক দিলে,
বা অঙ্গে বিষাক্ত সর্প দংশিলে,
দেখানো যায় বিভৎস ক্ষতস্থান,
দেখানো ভার এ যাতনার অবস্থান!

এ হুতাশন মোটেও নেভবার নয়,
যাতনা এড়াতে জীবন হারাবার ভয়!
জীবন আছে, বদলেছে যাতনার ধরণ,
ফিকে হয়ে গিয়েছে সব আয়োজন!

মুছে গেছে কিছু শোভা কিছু সম্বোধন ৷
ফুরিয়ে যায়নি যাতনার সব উপকরণ!

০৮/০৮/২০১৭