খেলা হবে খেলা
শুনছি সারাবেলা,
খেলা খেলা করে
হচ্ছে যে ঝামেলা।
ভাই এবারতো থামো
কাহিনী হয়েছে মেলা।
খেলতে চাও খেলো
তোমরাই একেলা।
জনতার সময় না কেড়ে
ভবন ও রাজপথ ছেড়ে
যাও ফাঁকা ময়দানে
স্বেচ্ছায় খেলো সেখানে।
যে যেভাবে পারো
চার ও ছক্কা মারো,
না করে জনতাকে পুজি
না মেরে মুখের রুজি।
দেখে দেখে জনতার
বৃথা গেছে বহুবেলা!
জনতা নয়তো খেলনা
আজীবন খাবে ঠেলা!