একটি কন্যার বিয়ের জন্য পাত্র সন্ধান চলছে,
কনের কোনো অপরাধ নেই প্রতিবেশী বলছে।
সৌন্দর্য শিক্ষা নম্রতার কমতি নেই তো কোনো,
উত্তম পরিবার বুদ্ধিমতী ভালো মানুষ জনও।
নামাজ রোজা পালন করে ধরে অনেক ছবর,
অনৈতিক কোনো সম্পর্কের পাওয়া যায় না খবর।
নয় কানা খোড়া টেরা বা নেই কোনো কঠিন রোগ,
এক বিষয়ে পাত্রপক্ষের আছে একটি অনুযোগ।
পাত্রপক্ষের ভাষ্য কন্যার নিজের জননী নেই,
জননীহীন বলে কী বিয়ে হবে না তাতেই?
সারা পৃথিবীতে কতো অনাথ সন্তান আছে,
কারো মাতা পিতা জীবিত থেকেও নেই কাছে।
তা বলে কী হবেনা তাদের সাধের ঘর সংসার?
কোনো রকম যুক্তি নেই এমন অবান্তর কথার।
আল্লাহ যদি সহায় থাকেন ভয় নেই দুর্ভাবনার,
সম্মানের সাথে ঠিকই কন্যা হয়েই যাবে পার।