"একজন মুসলমান আরেক মুসলমানের ভাই
এক অঙ্গে লাগলে আরেকটা অঙ্গ ব্যথা পায়।"
"এক ভাই আরেক ভাইয়ের প্রতিবিম্ব স্বরূপ,
দেহের কাছে অঙ্গপ্রতঙ্গ যেমন হুবহু তদ্রুপ।"
এই কথা বলেছেন স্বয়ং প্রিয় রাসূলে পাক,
মোদের ভেতর বিদ্যমান আছে সে আখলাক?
আমরা সেই কথা একটি বারও কী ভাবি তাই?
কেবল নিজের ভালো থাকার কথা ভেবে যাই।
মোরা ঈদের খুশি নিয়ে ভীষণভাবে মাতোয়ারা,
এমন দিনে ভাইয়ের দেহে বয় রক্তের স্রোতধারা।
আমরা কীভাবে নিজেকে দাবি করি মুসলমান?
অন্য ভাইয়ের কষ্টে ব্যাকুল হই না, কাঁদে না প্রাণ!
সে তথ্য মোদের কাছে বে খবর জানার নেই ক্ষণ,
কোথায় তাদের ঈদ, কোথায় বিবি বাচ্চা পরিজন।
মনে মনে বলি "আমরা আছি খুব সুখে - শান্তিতে"
ভাবি না মোদের নিয়তিও পারে সব বদলে দিতে।
মাতোয়ারা না হয়ে একটুখানি ভাবি তাদের জন্য,
যাদের শান্তিতে থাকার কথা তাদের জীবন বিপন্ন।
শুধু নিজের ভালো থাকাকে বলে না ভালো থাকা,
ভালো থাকা তাকে বলে, সকলকেই ভালো রাখা।
সহযোগিতা করতে না পারলেও অন্তত দূর থেকে,
তাদের মুক্তির জন্য প্রার্থনা করি খোদাকে ডেকে।
সারা পৃথিবীর মাজলুম মুছিবৎ হতে পরিত্রাণ পাক,
জালিমের বংশ হোক ধ্বংস চিরতরে নিপাত যাক।
১৫ /০৫ /২০২১ খ্রিঃ