আমাকে ইট চাপা দিয়ে আর রাখবে কতদিন?
কিভাবে বাঁচি? আকাশ-বাতাসের মিতালী বিহীন?
শিশির কণা, জল এসে এসে ঝরে ইটের গায়
তার পেটে বেজায় ক্ষিদে, আমি দেখা না পাই।
কত পথিক চাদর বানিয়েছে আমার সবুজ বুককে
আজ দম আটকে মরি একা, আছি ভীষণ দুঃখে!
মোর শীর্ণ দেহে রঙ ঝরল, মিশল কাদার সাথে
ভালোই ছিলাম তৃণভোজী, পিষত যখন দাঁতে।
হে পথিক এই পথে তো তোমরা হাঁটো রোজ
আমার কথা কি মনে পড়ে? নাও একটু খোঁজ?
আবার আমি আকাশ দেখব, ফুলে উঠবে বুক,
শিশির, জলে ভিজলে দেহ, পেতাম অনেক সুখ!
রচনা : ০৬. ১০.২০১৪ খ্রিঃ