কবিদের দেশ ভিন্ন ভিন্ন
সীমানা আছে তার,
ইচ্ছে হলে যখন তখন
তা হওয়া যায়না পার ।
আকাশ জুড়ে পাখি ওড়ে
ইচ্ছে হলে কতো,
কবিরা উড়তে পারেন না
পাখি কূলের মতো।
কবিতার ডানা নেই তবু
উড়তে পারে তারা,
পাখির মতো উড়ে উড়ে
দেখে ধরা সারা।
কবিদের মত কবিতার
ভিন্ন ভিন্ন দেশ নেই,
তাই কবিতারও উড়বার
কোনও তো শেষ নেই।
কবিতার একটিমাত্র দেশ
নাম তার পৃথিবী,
কবিতা তুমি পৃথিবীর
ন্যায় হও দীৰ্ঘজীবী।