অন্ধের দেখানো পথে চলে পথিক,
ভাবেনা কভুও ধাবিত কোন দিক!
বাকশক্তিহীন শোনায় অমিয় বাণী!
অনুগামী বক্ষে জড়ায় আতরদানি!
গন্তব্য জানা নাই, চলছে অজানায়!
কে কী বলছে নিজেরও জানা নাই!
জানে না কে কী করতে কী করছে,
বাঁচছে, না কী বাঁচতে গিয়ে মরছে?
এভাবেই বয়ে চলে জন্ম জন্মান্তর,
মিথ্যার দাপটে সত্যের হচ্ছে কবর!
মাতালের হাত ধরে মেরুদণ্ড শক্ত,
দুর্বলের যম, সবে প্রতাপের ভক্ত!
শুধুই অন্ধত্ব, কোনো মানবতা নেই,
ভরা শ্বাপদসংকুল হিংস্র পশুত্বেই!
প্রকৃত জ্ঞানীগুণী বোদ্ধা সংকুচিত!
সত্য উচ্চারণে লাঞ্ছিত ও শংকিত!
মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা-
ভেবেই জীবনে চলতে হয় অগত্যা!
অত্যাচারি চিরকাল মসনদে আসীন
দম্ভে দিনকে রাত রাতকে করে দিন!
করতে এসব দৌরাত্ম্যের উৎপাটন,
ত্বরান্বিত হোক একজনের আগমন ৷
নির্ভীক মিথ্যার ঘাটি করবেন লয়!
ছিনিয়ে আনবেন শুধু সত্যের জয়!