চলছে চরম ক্রান্তিকাল পৃথিবীতে,
এখন সবকিছুতে হীতে বিপরীতে।
জীবন হয়ে গেলো একেবারে তিতে।
জনজীবন অতিষ্ঠ একঘেয়েমিতে!
সারাক্ষণ আতঙ্ক বিরাজ করে চিতে,
করোনা কখন হানা দেয় কার ভিতে।
কে কখন যে অনন্তে জমায় পাড়িতে
কাটাতে হয় সারাক্ষণ সেই ভীতিতে!
সতর্ক থাকতে হয় কারো কিছু দিতে,
বা কারো নিকট থেকে কিছু নিতে।
জানিনা পারব কী এথেকে টিকিতে?
তারপরও এ পরিস্থিতি হতে নিমিতে-
বাঁচার তাগিদে হচ্ছে সবই সহিতে।
খোদা তুমি সহায় হও এ পরিস্থিতিতে।