দুই দিগন্তের দূরত্ব, মনোরম ব্যবহার ও হিংসুকের বিষে!
স্বজনের সম্পর্কের মতো মধুরতা আর আছে কীসে?
মনোরম ব্যবহার কাছে টানে জায়গা করে হৃদয়েরান্দরে,
হিংসুকের ব্যবহার দূরে ঠেলে আগুন জ্বালায় অন্তরে।
হিংসা রাগ অহম হলো আগুন, পুষে রাখে যে জন,
অন্যের সাময়িক ক্ষতি হলেও, সেই আগুনেই হয় মরণ
হিংসুক আপনকে মূল্যায়ন করে স্বার্থের হিসাব কষে,
দূরবর্তীগণ মূল্যায়ন করে প্রতিভা গুণাবলী ও যশে।
হিংসুক যতই আপন হোক সে কারোরই আপন নয়,
অনাত্মীয় মনোরম ব্যবহারের কারণে অতি আপন হয়।
হিংসুক আপন পর হিতাহিত ভুলে পরিবেশ করে বিষময়
আপন ছেড়ে দূরবর্তীজনের কাছে মানুষ প্রিয়পাত্র হয়।
১৩/০৫/২০২২ খ্রিঃ