সময় যখন থাকে, তখন
সুযোগ হয় না যাদের,
সুযোগ এলেও মাথা থেকে
সুবুদ্ধি হয় না বের ৷
বুদ্ধি এলেও, কাজে বিফল
অর্থ থাকে না ঢের,
এলেও তা অবশেষে, ঘটে
সময়ের হেরফের!
এলোমেলো জীবন যাদের
তারা তো পায় টের,
জীবন কত দুঃর্বিসহ
কী পরিণামটা এর!
এমনি করে যায় যে জীবন
কাটে না তো জের,
একারণে সারা জীবন
লেগেই থাকে ফের!