নাম শুনেছি, চোখে দেখি নাই  কেমন ছিলো ফেরাউন,
তোর কাছে হার মেনেছে নমরুদ, এজিদ ও কারুন!
ধরার বুকে যত কান্নার রোল আর গগণবিদারী আর্তনাদ!
এ কান্নার কাছে সব স্তব্দ! তুই এমনই এক মুরতাদ!
হত্যার অপকৌশল হার মেনেছে তোর কৌশলের কাছে!
বিদ্রোহের যত আগুন এদ্রোহের কাছে শীতল হয়েগেছে!

রক্ত চাপে কেঁপেছিল যত ধমনী এর কাছে তা নত,
এর কাছে অচল, যত দুঃখ-শোক, হাহাকার ক্ষত!
বিপন্ন মানবতার আর্তনাদ! এর কাছে মেনেছে হার!
যত বিদ্রোহী কবিতা হয়ে গেছে সব নীরব নিথর!
এ যাতনার কাছে নিঃঃশেষ সব যাতনার আবেদন!
ধূলা-কাদায় মিশেছে কত না অমূল্য মানিক রতন!

বিশ্ববিবেক আজ কেন বধির? নাকি অচল অক্ষম?
ওরা কী মায়ের গর্ভে জন্মেনি? কেন ওরা এমন যম?
এ জ্বালার কাছে হার মেনেছে, পৃথিবীর যত জ্বালা!
যত ক্লান্তি, এক্লান্তির কাছে হার মেনেছে সত্য নির্জলা!
পৃৃথিবীর যত নিদ্রা ও নির্ঘুম! মেনেছে হার এর কাছে
যত দুঃসহ কষ্ট! এযজ্ঞের কাছে অপ্রচলিত হয়ে গেছে!


০৯/০৯/২০১৭