এটা এক অদ্ভুত পিঞ্জর ভাই রে!
সভ্যরা ভেতরে অসভ্যরা বাইরে!
ওদের সর্বস্ব ভেসে যাই রে!
এরা বাইরে গায় তাইরে নাইরে!
সময়টা যে বড্ড বৈরী যায় রে!
স্বস্তি নামক বস্তু কোথা পাই রে?
হেথা ইচ্ছানুযায়ী চলে সব রায় রে!
সততা বলে কিছু হেথা নাই রে ৷
সত্য যবে সামনে আসবে হায় রে!
বলো তখন কী হবে উপায় রে!

১৪/০৯/২০১৭