গুজব রটেছে তাদের পাড়াগাঁয়,
সে না কী গুরুতর আহত সড়ক দুর্ঘটনায়!
ক'জন ফায়ার সার্ভিসের গাড়ি ক'রে,
হাসপাতালে নিয়ে গেছে তুলে তারে!
স্বজনের মধ্যে বইছে কান্নার রোল!
খুব শূন্য লাগে তার এই ধরাকোল!
কেউ নেই তাকে আদর শাসন করার,
জায়গা নেই আত্মাভিমানে অশ্রু ঝরাবার!
তার জন্য মনের মাঝে উৎকণ্ঠা সবার!
নতুন করে বাঁচতে ইচ্ছে করে আবার!
ভাবতো পৃথিবীতে তার নেই আপন কেউ,
আশ্চর্যান্বিত পাথর চোখে দেখে জলের ঢেউ!
ভাবে না কেউ আছে কোথা কীভাবে?
সত্য কী না ফোনে নিচ্ছে খবর সবে!
মৃত্যুবরণ করেনি হয়েছে আহত!
মৃত্যুবরণ করলে তাহলে কী হত!
মানুষ মরলে এত সম্মান পায়?
সত্যিই না তার মরতে ইচ্ছে হয়!
জেনে গেল সবে কতটুকু করে ঘৃণা!
না কী এখনও ভালোবাসে কী না!