অনেক কিছু দেখেছি, যা প্রয়োজন তা দেখিনি।
অনেক কিছু শিখেছি, যা প্রয়োজন তা শেখিনি।
অনেক কিছু পড়েছি, যা প্রয়োজন তা পড়িনি।
জীবনটাকে গড়েছি যা প্রয়োজন তাতে গড়িনি।
অনেক কিছু শুনেছি, যা প্রয়োজন তা শুনিনি।
স্বপ্নের জাল বুনেছি, যা প্রয়োজন তা বুনিনি।
অনেক কিছু ভেবেছি, যা প্রয়োজন ভাবিনি সেটা।
বহুকিছু উপেক্ষা করেছি, যা প্রয়োজন করিনি সেটা।
অনেক স্থানে গিয়েছি, যেথা প্রয়োজন সেথা যাইনি।
অনেক কিছু পেয়েছি, যা প্রয়োজন তা কভু পাইনি।
জীবনে অনেক হেসেছি, যেথা হাসার সেথা হাসিনি।
অনেককেই ভালোবেসেছি, যাকে বাসার তাকে বাসিনি।
জীবনে অনেক কেঁদেছি, প্রয়োজনে কাঁদার কাঁদিনি।
হৃদয়ে অনেক বেঁধেছি পাষাণ, প্রয়োজনে বাঁধার বাঁধিনি।
অনেককে আপন করেছি, যাকে প্রয়োজন তাকে করিনি।
অনেক কিছু স্মরণ করি, যারা স্মরণীয় তাদের স্মরিণি।
অনেক কিছুকে ঘৃণা করেছি, যা প্রয়োজন তাকে করিনি।
অনেক কিছু আঁকড়ে ধরেছি, যা প্রয়োজন তাকে ধরিনি।
অনেক কিছু বিশ্বাসে এনেছি , যা প্রয়োজন তা আনিনি।
অনেক কিছু মেনেছি জীবনে, যা প্রয়োজন সেটা মানিনি।
অনেক কিছু বুঝেছি আমি, যা প্রয়োজন তা বুঝিনি।
অনেক কিছু করেছি সন্ধান, যা প্রয়োজন তা খুঁজিনি।
ভুলটাকে সঠিক ভেবেছি সঠিকটাকে ভেবেছি ভুল।
গোটা জীবন বিফল গেলো, কীভাবে দেবো মাসুল?